পাঠ্যক্রম ও পাঠ্যসূচি (একাদশ-দ্বাদশ)

ক) পাঠ্যসূচি পাঠ্যক্রমঃ ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুসরণ। পাঠ্যসূচীর আলোকে কোর্স প্লান এবং পাঠ পনিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত অভ্যন্তরীন পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করণ।

খ) শিক্ষা সহায়ক কার্যক্রমঃ অনুদিত পাঠ্যসূচীর পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে পরিছন্নতা অভিযান, রক্তদান কার্যক্রম, বিজ্ঞান মেলা, ধর্মীয় ও আচরণিক দৃষ্টিভঙ্গি সৃষ্টির জন্য প্রয়োজনীয় অনুশীলন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদির ব্যবস্থা। অধিকন্ত ছাত্র-ছাত্রীদের শারীরিক, মানসিকআত্মিক বিকাশ সাধনের লক্ষ্যে নিয়মিত খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, মাসিক পত্রিকা, বার্ষিকী ও দেয়ালিকা প্রকাশ, সেমিনার, গুরুত্বপূর্ন জাতীয় অনুষ্ঠান পালন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন, বনভোজন ইত্যাদি শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা।

গ) পাঠ্যসূচী বিন্নাসঃ প্রত্যেকটি পাঠতব্য বিষয়কে পাঠদানের সুবিধার্থে বিন্যাস করে কোর্স প্লান প্রণয়ন পূর্বক তার আলোকে পাঠ পরিকল্পনা প্রণীত হবে। শিক্ষকগন কোর্স প্লান অনুমরণ তরে স্ব স্ব বিষয়ে পাঠ পরিকল্পনা তৈরী করে তদানুযায়ী পাঠদানে অগ্রসর হবেন। এতে করে কোন অবস্থাতেই কোন বিষয়ের পাঠ অসামাপ্ত থাকবে না। প্রথম ক্লাসেই অএ বিষয়টি সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে অবহিত করা হবে।